
রাজস্থান রয়্যালসকে হেলায় হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
দিল্লি ক্যাপিটালসের কাছে গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে হারের পর এ বার দারুণভাবে কামব্যাক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে খেলতে নেমে ৯ উইকেটে জিতল RCB। সঙ্গে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিল। রাজস্থান রয়্যালস প্রতি বছর আশা জাগিয়ে শুরু করেও খেই হারায়। দলে একজন বা দু’জনের ভরসা করে তারা পারফর্ম করে। এ বারও সেই ছবিটা বারবার দেখা যাচ্ছে এই ম্যাচও যার প্রমাণ। রাজস্থান এ দিন ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। এই ম্যাচে তাদের পাওনা হচ্ছে যশস্বী জয়সোয়ালের ইনিংস। তিনি ৭৫ রান করেন। সঞ্জু স্যামসন এই ম্যাচেও ব্যর্থ হন। করেন মাত্র ১৫ রান। রিয়ান পরাগের ৩০ ও ধ্রুব জুরেলের ৩৫ রানের জন্য তারা এই রান করতে পারে। রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খুব সহজেই জিতে যায়। ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং তোলে ৯২ রান। সল্ট ৬৫ রানে করে আউট হওয়ার পর বিরাট কোহলি ও দেবদত্ত পাড্ডিকল দলকে টানেন। বিরাট ৬২ ও দেবদত্ত ৪০ রানে অপরাজিত থাকেন। ১৭.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে RCB জিতে যায়। জয়পুরে খেলা হলেও জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, মহেশ ঠিকশানা, ওয়ানিন্দু হাসারঙ্গারা কোনও ছাপ ফেলতে পারেননি। শুধু বল করে যাওয়া ছাড়া আর কোনও ভূমিকা ছিল না তাদের।