আজ ফের পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ফের পরেশ অধিকারীকে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গতকাল তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে । বেশকিছু নথিপত্র নিয়ে আজ সকাল ১০টা ৪০ মিনিটে নিজাম প্যালেসে যান পরেশ অধিকারী ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আজ এসএসসি-র বেশকিছু কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছিল পরেশ অধিকারীকে । সেই মতোই দেখা যায়, বেশকিছু নথি হাতে নিয়ে নিজাম প্যালেসে প্রবেশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ৷

error: Content is protected !!