লালুকে জেরার জন্য দিল্লির বাসভবনে সিবিআই আধিকারিকরা
জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার লালুপ্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সকাল এগারোটার আগেই লালু মিশা ভারতীর বাসভবনে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। গত রবিবারই তৃণমূল কংগ্রেস সহ আট বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই চিঠির ২৪ ঘন্টার মধ্যে বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। বেশ কয়েক মাস চুপচাপ থাকার পরে জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবারকে জেরা করতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। লালুর বিরুদ্ধে অভিযোগ ২০০৪ থেকে ২০০৯ সালে ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন। গত বছরের জুলাইতে রেলমন্ত্রী থাকাকালীন তাঁর অফিসার অন স্পেশাল ডিউটির (ওএসডি) দায়িত্ব সামলানো ভোলা যাদবকে গ্রেফতার করেছে সিবিআই। অক্টোবর মাসে লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিশা ভারতী সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।