৭ আধিকারিককে ভিনরাজ্য থেকে কলকাতায় আনছে সিবিআই

ভিনরাজ্যের ৭ সিবিআই আধিকারিককে কলকাতায় যোগ দেওয়ার নির্দেশ দিল সিবিআই। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আগামী ৩০ মে’র মধ্যে তাঁদের কলকাতার অফিসে যোগ দিতে বলা হয়েছে। এই তালিকায় একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন ইন্সপেক্টর ও একজন সাব-ইনস্পেক্টর রয়েছেন। বাংলায় একসঙ্গে একাধিক মামলার তদন্ত এসেছে সিবিআইয়ের হাতে। বাড়তি কাজের চাপ সামাল দিতে নাভিশ্বাস উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। তাই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।  

error: Content is protected !!