তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা

বীজপুরের তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি মঙ্গলদীপ ভবনে সিবিআই আধিকারিকেরা । রবিবার সকালে হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি গ্রেফতার হওয়ার ঘটনায় টাকার উৎস খুঁজতে রাজুর অত্যন্ত ঘনিষ্ঠ বীজপুর বিধায়কের আবাসনে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । সেই সঙ্গে তাঁর ভাই তথা কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও যায় সিবিআই৷

error: Content is protected !!