‘আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ই ধর্ষক ও খুনি’, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের

আরজিকর কাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের। আরজি কর কাণ্ডের ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার শিয়ালদহ কোর্টে ২১৩ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ই ধর্ষক ও খুনি, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তারের মৃত দেহ উদ্ধার হয়। চেস্ট মেডিসিনের এক পিজিটিকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্চয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আরজি কর মামলায় সিবিআই তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠেছে এসেছে। এই মামলায় তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ ওঠে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। পরবর্তীতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হল টালা থানার ওসি ও সন্দীপ ঘোষ। এই মামলার ৫৮ দিন পর আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে সঞ্জয় রায়কে ধর্ষক ও খুনি বলে উল্লেখ করা হয়েছে। ২০০ জন সাক্ষীর কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিট। সিবিআই সূত্রের খবর, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই ধৃত সঞ্জয় রায়ই মূলত খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত। চার্জশিটে উল্লেখ করা হয়েছে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের গোটা ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন ও তথ্য প্রামাণ লোপাট করেছেন।

error: Content is protected !!