পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের সদস্যদের সিবিআই জিজ্ঞাসাবাদ

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ মিলিয়ে দশজনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আগেই উঠেছে। বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার তাঁদের মধ্যে আটজন সিবিআই দফতরে হাজিরা দেন। দুপুর সাড়ে ১২টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। 

error: Content is protected !!