আচমকাই বদলি করা হল সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তাএন বেনুগোপাল

আচমকাই বদলি সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা এন বেনুগোপাল।কয়লা, গরু ও নিয়োগ দুর্নীতি দেখভাল করতেন,সেই সিবিআই(CBI)এর জয়েন্ট ডিরেক্টর (কলকাতা জোন) এন বেণুগোপালকে সরিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার দিল্লি থেকে এক নির্দেশ নামায় ওই যুগ্ম অধিকর্তাকে সরানো হয়।সিবিআইয়ের নতুন যুগ্ম অধিকর্তা হলেন রাজেশ প্রধান। রাজেশ প্রধান ২০০৩ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার। তিনি ডেপুটেশনে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত কর্মরত থাকবেন। এন বেণুগোপালকে সরিয়ে ওই পদে স্থলাভিষিক্ত করা হয় রাজেশ প্রধানকে।জানা গিয়েছে, সিবিআই – এর নতুন যুগ্ম অধিকর্তা এ রাজ্যের নিয়োগ দুর্নীতি, গরু পাচার সহ বিভিন্ন মামলার তদন্তের দেখভাল করবেন।

error: Content is protected !!