
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই হানা
ইডির পরে এবার সিবিআই। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে বুধবার সাতসকালে হানা কেন্দ্রীয় এজেন্সির। এদিন বর্ষীয়ান এই কংগ্রেস নেতার রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে একযোগে হাজির হয়েছেন সিবিআই আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে তল্লাশি। মহাদেব বেটিং অ্যাপ মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। এআইসিসির বৈঠকে যোগ দেওয়ার জন্য আজই দিল্লিতে যাওয়ার কথা ছিল বাঘেলের। এর ঠিক আগে তাঁর দু’টি শহরের বাসভবনে উপস্থিত হন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘এবার সিবিআই এল। আগামী ৮-৯ এপ্রিল আমেদাবাদে এআইসিসির বৈঠক। দিল্লিতে তার খসড়া কমিটির বৈঠক আছে। সেই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাওয়ার কর্মসূচি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। তার আগেই রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে সিবিআই আসে।’ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বাঘেলের বাসভবনে কয়েক দিন আগেও হানা দিয়েছিল ইডি। ওই একই মামলায় গত ১০ মার্চ তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী দল। সেদিন দুর্গ জেলার মোট ১৪টি স্থানে একযোগে অভিযান চলে। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যের বাসভবনেও তদন্তকারীরা হানা দেন। এর পরে ভূপেশ বাঘেল সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর বাসভবনে নগদ ৩৩ লক্ষ টাকা পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কৃষিকাজ, ডেয়ারি এবং পরিবারের সঞ্চয় বাবদ এই অর্থ তাঁর কাছে ছিল বলেও স্পষ্ট করে দেন।