এবার কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

এবার কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। গরু পাচারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে কয়লা পাচার কাণ্ডের । এ বার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে আগামিকাল সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসের অফিসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে তলব করল সিবিআই। শওকত মোল্লার জীবনতলায় যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেই গতকাল রাতে নোটিস পাঠায় সিবিআই । সেই নোটিসে সিবিআইয়ের তরফ থেকে স্পষ্ট ভাবে বলা হয়, তাঁর ব্যাংকের যাবতীয় নথিপত্র সঙ্গে করে আনতে । তাছাড়াও তৃণমূল বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, তার বৈধ কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে । ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, আসানসোল ও রাণীগঞ্জের একাধিক কয়লা খাদান থেকে অবৈধ ভাবে কয়লা পাচারকারীরা কয়লা তুলে বিভিন্ন জায়গায় পাঠাত । ঝাড়খণ্ড, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও ক্যানিং-এর বিভিন্ন এলাকাতে তা পাঠানো হত । যেহেতু শওকত মোল্লা বর্তমানে ক্যানিং পূর্বের বিধায়ক, ফলে তিনি কোনওভাবেই এর দায় এড়িয়ে যেতে পারেন না বলে মত সিবিআইয়ের । সেই কারণেই শওকত মোল্লাকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই । শওকত মোল্লাকে তাঁর যাবতীয় ব্যাংকের নথিপত্র, তাঁর কোনও সংস্থা বা কোম্পানি রয়েছে কি না, যদি থাকে তবে তার কাগজপত্র এবং আধার কার্ড, ভোটার কার্ড-সহ বিস্তারিত নথি নিয়ে যেতে বলেছে সিবিআই ।

error: Content is protected !!