কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা আলাদা করে জেরা সিবিআইয়ের

কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা আলাদা করে জেরা করতে চান সিবিআই-এর আধিকারিকেরা । জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের তৎকালীন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে জেরা করা হবে । তাঁদের বয়ান রেকর্ড করা হবে । তদন্তকারীদের অনুমান, এই দু’জনের থেকে বেশ কিছু এমন তথ্য় পাওয়া যাবে যা তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

error: Content is protected !!