হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

নদিয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ রাজ্যে একের পর এক ধর্ষণের খবরে যখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, তখন হাইকোর্টের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ মঙ্গলবার হাঁসখালির ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষিতা মেয়েটির পরিবারের লোকজন এবং ওই এলাকার সাধারণ মানুষের আত্মবিশ্বাস বজায় রাখতে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে । রাজ্য পুলিশকে অবিলম্বে এই মামলার সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।