
দ্বাদশের পর দশম শ্রেণির ফলপ্রকাশ, CBSE বোর্ডে পাশের হারে মেয়েদের জয়জয়কার
সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার পাশের হারেও এগিয়ে মেয়েরা ৷ মঙ্গলবার সকালে প্রথমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয় ৷ কয়েকঘণ্টার ব্যবধানে দশমের রেজাল্ট প্রকাশ করে সিবিএসই ৷ দ্বাদশের মতোই দশমেও পাশের হারে এগিয়ে মেয়েরা ৷ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে, এই বছর পাশের হার গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা ৷ 2025 সালে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার 93.66 শতাংশ ৷ গত বছরের পাশের হারের থেকে বেশি ৷ 2024 সালে দশম শ্রেণির ক্ষেত্রে পাশের হার ছিল 93.60 শতাংশ ৷ পরীক্ষা নিয়ন্ত্রক সন্ন্যাম ভরদ্বাজ জানিয়েছেন, মেয়েদের ফল ছেলেদের থেকে ভালো হয়েছে ৷ মেয়েদের পাশের হার ছেলেদের থেকে 2 শতাংশ বেশি ৷ মেয়েদের পাশের হার 95 শতাংশ ৷ ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা 92.63 শতাংশ। রূপান্তরকামী পরীক্ষার্থীদের ক্ষেত্রে, পাশের হার গত বছরের থেকে বেশি ৷ গতবছর ছিল 91.30 শতাংশ ৷ সেখানে এবছর তাদের পাশের হার 95 শতাংশ ৷ এবছর 1.99 লক্ষেরও বেশি পরীক্ষার্থী 90 শতাংশের বেশি নম্বর পেয়েছে ৷ তাছাড়া 45 হাজার 516 জন পরীক্ষার্থী 95 শতাংশেরও বেশি নম্বর পেয়েছে। 1.41 লক্ষেরও বেশি পরীক্ষার্থী কম্পার্টমেন্ট পেয়েছে । মোট 23 লক্ষ, 71 হাজার 939 জন পরীক্ষার্থী সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এ ছাড়াও ফল দেখা যাচ্ছে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে।