সিবিএসসি-র ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষায় নিষিদ্ধ ChatGPT-র ব্যবহার

সিবিএসসি-র ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষায় ChatGPT-র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিকরা। আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন স্কুলে শুরু হতে চলেছে সিবিএসসি বোর্ডের ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা। তার ঠিক আগের দিনই এই কথা জানানো হল বোর্ডের তরফে। সিবিএসসি বোর্ডের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, মোবাইল ও চ্যাটজিপিট ও অন্য কোনও ইলেক্ট্রনিক্স জিনিস নিয়ে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা হলে। চ্যাটজিপিটির ব্যবহার পরীক্ষার সময়ে অবৈধ উপায়ে অবলম্বনের জন্য ব্যবহার হবে তাই বোর্ডের তরফে এর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এপ্রসঙ্গে বোর্ডের একজন সিনিয়র আধিকারিক জানান, পরীক্ষার্থীদের কোনওরকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বিষয়ে কড়া নজরদারি চালানো হবে। কেউ যদি চ্যাটজিপিটি-র মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে তাহলে সে অবৈধ উপায় অবলম্বন করার জন্যই করবে।

error: Content is protected !!