ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক খবর প্রচার, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

পাকিস্তানকে ডিজিটাল পথে জবাব দিল ভারত। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে দেশে নিষিদ্ধ বলে ঘোষণা করল নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন নিউজ, জিও টিভি, সামা টিভি, বিওএল নিউজ। এছাড়াও রয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের জনপ্রিয় ইউটিউব চ্যানেলও। যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন। ভারতে আর এখন থেকে ইউটিউবে দেখা যাবে না এই পাকিস্তানি চ্যানেলগুলি। কিন্তু কেন এই পদক্ষেপ? কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত একাধিক পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচার করছে এই ইউটিউব চ্যানেলগুলি। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তুও প্রচার করা হচ্ছিল ওই চ্যানেলগুলিতে, এমনটাই কেন্দ্রের অভিযোগ। মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে ও ভারতীয় সেনার সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই ইউটিউব চ্যানেলগুলির বিরুদ্ধে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করেছে নয়াদিল্লি। নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৩ মিলিয়ন। ভারতে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি হল- ডন নিউজ, জিও টিভি, সামা টিভি, বিওএল নিউজ, এআরআই নিউজ, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, শুনো নিউজ, রাজি নামা। বেশ কয়েকজন পাকিস্তানি সাংবাদিকের ইউটিউব চ্যানেলও ভারতে নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। তবে পহেলগাঁও ইস্যুতে শুধুই পাকিস্তান নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধেও তোপ দেগেছে কেন্দ্রীয় সরকার। পহেলগাঁওতে জঙ্গি হামলার একতরফা খবরের অভিযোগ উঠেছে বিবিসির বিরুদ্ধে। তাই এই ব্রিটিশ সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি। 

error: Content is protected !!