ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে রাহুল নবীনকে নিয়োগ করল মোদি সরকার

সুপ্রিম কোর্টের  নির্দেশ অনুযায়ী সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর, শুক্রবার। ইডি-র অধিকর্তা পদে সেই দিনই নতুন নাম ঘোষণা করা হল। অর্থ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী অধিকর্তা নিয়োগ না-হওয়া পর্যন্ত ১৯৯৩ ব্যাচের আইআরএস রাহুল নবীন দায়িত্ব সামলাবেন। এর আগে তিনি ইডি-র সদর দফতরে প্রধান ভিজিল্যান্স অফিসার ছিলেন। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘রাষ্ট্রপতির নির্দেশে বর্তমান ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের (আইআরএস, ১৯৮৪) মেয়াদের অবসান ঘটিয়ে, রাহুল নবীন (আইআরএস, ১৯৯৩)কে ইডি-র ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে নিয়োগ করা হল। স্থায়ী অধিকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।’ প্রসঙ্গত, সঞ্জয়কুমার মিশ্রের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে দেশজুড়ে বারবার সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল কেন্দ্রকে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ১৫ সেপ্টেম্বরের পর আর সঞ্জয় মিশ্রর মেয়াদ বৃদ্ধি করা যাবে না। নিয়মবহির্ভূতভাবে ইডি অধিকর্তা পদে বারবার সঞ্জয় মিশ্রকে বসানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। এই আবহে কেন্দ্রের তরফে জানানো হয়, রাষ্ট্রসংঘের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স সংক্রান্ত বিষয়ে কাজ করছেন সঞ্জয় মিশ্র। 

error: Content is protected !!