বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা! পাওয়া যাবে না বকেয়া ডিএ, সাফ জানিয়ে দিল মোদি সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ডিএ-র জন্য অপেক্ষা করছেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে সেই বৈঠকে ডিএ বৃদ্ধিতে অনুমোদন মিলতে পারে। কিন্তু এরমধ্যেই কর্মচারীদের জন্য খারাপ খবর। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে না। কোভিড প্যানডেমিক পর্বে ১৮ মাসের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ দেওয়া বন্ধ রেখেছিল সরকার। পরবর্তীকালে তা আর দেয়নি কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা পাওয়ার দাবি থাকলেও, তা মেটাতে রাজি নয় সরকার। এই বিষয়ে সরকার জানিয়েছে, বকেয়া মহার্ঘভাতা দেওয়া হবে না। কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় জানিয়েছেন, বাজেট ঘাটতি এফআরবিএম আইনের দ্বিগুণ, তাই ডিএ বকেয়া দেওয়ার কোনও প্রস্তাব নেই। এর ফলে কোটি কোটি কর্মচারীর আশা ভঙ্গ হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, মহামারীর সময়ে সরকার দুর্যোগ মোকাবিলার জন্য পরিকল্পনা শুরু করেছিল। এর জন্য ফান্ডের প্রয়োজন ছিল। ডিএ দেওয়া বন্ধ করে সরকার সেই সঞ্চয় কোভিড মোকাবিলা যজ্ঞে বিনিয়োগ করেছিলেন।

error: Content is protected !!