Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

বাংলার ৩২ বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের

পশ্চিমবঙ্গের 32 জন বিজেপি নেতার নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সেই তালিকায় উল্লেখযোগ্য ভাবে আছেন জন বার্লা, আইপিএস দেবাশিস ধর, শঙ্কুদেব পাণ্ডা-সহ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিরা । প্রত্যেকেই তিন থেকে ছয় জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পেতেন ৷ এছাড়াও একাধিক সাংসদ পদপ্রার্থীরা এই তালিকায় রয়েছেন ।

রাজ্যের যে সব বিজেপি নেতার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল তাঁদের তালিকা –
1) তপশিলি জাতি-উপজাতির জাতীয় কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার
2) কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন
3) দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস
4) বিজেপির রাজ্য নেতা অজয় রায়
5) নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস
6) উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী
7) আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর
8) দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি
9) জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ
10) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ
11) উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার
12) বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে
13) বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস
14) ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা
15) বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর
16) বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ
17) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা দীপক হালদার
18) বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ
19) বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস
20) আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা
21) বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়
22) মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা
23) মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস
24) রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়
25) বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা
26) বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা
27) ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু
28) বিজেপি নেত্রী প্রণতি মাঝি
29) বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল
30) বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা
31) ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস
32) কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস

error: Content is protected !!