প্রয়াত শাপুরজি-পালোনজি গ্রুপের কর্ণধার

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতী তথা শাপুরজি পালোনজি গ্রুপের কর্ণধার পালোনজি মিস্ত্রি। আজ, মঙ্গলবার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

error: Content is protected !!