
চামোলিতে তুষারধসের কবল থেকে উদ্ধার আরও ১৪ শ্রমিক, এখনও আটকে ৮
উত্তরখণ্ডের চামোলির মানায় তুষারধসে শনিবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার দেড় ঘণ্টার মধ্যে বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) আরও ১৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে ৷ তবে, এখনও আটকে আরও 8 জন শ্রমিক ৷ উত্তরের পাহাড়ি রাজ্যের চামোলিতে গত ৩ দিন ধরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে ৷ এরই মধ্যে শুক্রবার সকালে বদ্রীনাথের কাছে চামোলিতে হিমবাহ ভেঙে পড়ে ৷ বরফের নীচে আটকে পড়েন BRO-এর ৫৫ জন শ্রমিক ৷ খবর পাওয়া মাত্রই খারাপ আবহাওয়ার মধ্যে শুরু হয় উদ্ধারকাজ ৷ এদিন রাত পর্যন্ত মোট ৩৩ জনকে উদ্ধার করা হয় ৷ তারপর অন্ধকার ও তুষারপাতের কারণে স্থগিত করা হয় উদ্ধারকাজ ৷ হনুমান চট্টি থেকে বদ্রীনাথ ২০ কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়কের পুরোটাই সাদা বরফে ঢাকা ৷ ৮ ফুট গভীর বরফের মধ্যে পায়ে হেঁটে উদ্ধারকাজ সম্ভব নয় ৷ তাই শনিবার সকালে আবহাওয়া পরিষ্কার হতেই নামানো হয়েছে হেলিকপ্টার ৷ কারণ, বরফের পাহাড় সরিয়ে পায়ে হেঁটে উদ্ধারকাজ সম্ভব নয় ৷ সুতরাং, বাকি ৮ শ্রমিককে উদ্ধারের জন্য কপ্টার একমাত্র ভরসা ৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন বিকেল ৪টের পর ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার থেকেই উদ্ধারকাজের উপর নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ শনিবার সকালেও উদ্ধারকাজ সম্পর্কে খোঁজ নেন তিনি ৷ সেই সঙ্গে, মুখ্যমন্ত্রী জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য চামোলি যাবেন ৷ মুখ্য়মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্ধারকাজ কোন গতিতে এগোচ্ছে, সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে খবর রাখছেন ৷