উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি, মীনাক্ষীকে সহ আটক ৩২

রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বাম যুব সংগঠন DYFI-এর উত্তরকন্যা অভিযান। সেই ঘোষিত অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র শিলিগুড়ি। পুলিশকর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধ্বস্তি বাম নেতা কর্মীদের। জানা গিয়েছে, মিছিল তিনবাত্তি মোড়ে আটকাতেই শুরু হয় ঢিল ছোড়া। বাম ছাত্র যুবদের রুখতে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলেই শুরু হয় ঝামেলা। ব্যারিকেড পার করার চেষ্টায় পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম ছাত্র যুব নেতাদের। ব্যারিকেড ভেঙে ড্রেনে ফেরা দেওয়ার অভিযোগ বাম ছাত্র যুবদের বিরুদ্ধে। রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পালটা পুলিশ বাহিনীর উদ্দেশে DYFI সমর্থকদের ইটবৃষ্টি। বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন সদস্য। তাদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মীনাক্ষী সহ ৩২ জন ডিওয়াইএফআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

error: Content is protected !!