বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে
কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক ও বিরোধীদের হাতাহাতির জেরে গোলমাল ছড়িয়েছিল ৷ বৃহস্পতিবার বিহার বিধানসভায় গোলমাল হল আটজন সিপিআইএমএল বিধায়কের হট্টগোলের জেরে ৷ পরিস্থিতি সামলাতে ওই আটজন বিধায়ককে বিধানসভা থেকে বের করে দেন অধ্যক্ষ বিজয়কুমার সিনহা ৷ জানা গিয়েছে, ওই বিধায়করা বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বিধানসভার ভিতরে প্রতিবাদ করছিলেন ৷ তাঁদের বারবার বলার পরও প্রতিবাদ থামেনি ৷ তাই ওই বিধায়কদের বের করে দেওয়া হয় বিধানসভা থেকে ৷ সিপিআইএমএলের বীরেন্দ্র প্রসাদ গুপ্ত জানিয়েছেন, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে তাঁরা আলোচনা চেয়েছিলেন ৷ কিন্তু অধ্যক্ষ রাজি হলেন না ৷