
নির্বাচনের দাবিতে উত্তাল যাদবপুর, SFI-এর হামলায় ভাঙল গাড়ি, চোট পেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী , রাস্তায় নামল RAF
দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সরাসরি হামলার মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ, ওয়েবকুপার সভা শেষে তাঁকে আটকে দেওয়া হয় ক্যাম্পাসে। তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। গাড়ির বনেটে উঠে পড়ে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের বিক্ষোভকারীরা। পালটা তৃণমূল ছাত্র পরিষদও ‘অ্যাকশনে’ নামে। দুপক্ষের হাতাহাতিতে মাথা ছাত্রের মাথা ফেটে যায়। তবে আহত কোন পক্ষের, তা অজ্ঞাত। হাতাহাতির মাঝে পড়ে শিক্ষামন্ত্রীর ঘড়ি ছিড়ে যায় বলে অভিযোগ। তাঁর কোমরেও চোট লাগে। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ব্রাত্য বসুকে। মন্ত্রীর রক্ষীও আহত হয়েছেন বলে খবর। দুুপুরে

ওয়েবকুপার বার্ষিক সভায় যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় এসএফআই। সেসময় তিনি অন্য প্রবেশদ্বার দিয়ে ঢোকেন। কিন্তু সভার মাঝে তাঁর ভাষণে ঢুকে পড়ে এসএফআইয়ের সদস্যরা চেয়ার ভাঙচুর করে কার্যত তাণ্ডব শুরু করেন। এরপর সভা শেষে ব্রাত্য বসুর পথরোধ করা হয় বলে অভিযোগ। তাঁর সামনেই কার্যত সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই-টিএমসিপি। একজনের মাথা ফেটে রক্ত বেরতে থাকে। এমন বেনজির পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। তাঁকে ভিড় থেকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
