
রায়পুরে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা, মৃত ২ পাইলট
হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দু’জন পাইলট ৷ বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ সেখানে সরকারি হেলিকপ্টারে প্রশিক্ষণ নেওয়া চলছিল, জানিয়েছেন উচ্চ-এসপি প্রশান্ত আগরওয়াল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিল৷ রানওয়ের খুব কাছেই সেটি ভেঙে পড়ে ৷ কপ্টারে থাকা জখম দুই পাইলটকে সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত ওই দুই পাইলট ক্যাপ্টেন গোপাল কৃষ্ণা পাণ্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব ৷ কপ্টারটি ভেঙে পড়ার সঠিক কারণ জানা যায়নি ৷ ডিজিসিএ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ তিনি লেখেন, “রায়পুরে বিমানবন্দরে একটি সরকারি হেলিকপ্টার ক্র্যাশ করেছে ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের দু’জন পাইলট ক্যাপ্টেন পাণ্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গিয়েছেন ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে শক্তি দিন ৷ তাঁদের আত্মার শান্তি কামনা করি ৷” ছত্তিশগড়ের রাজ্যপালও মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷
अभी रायपुर में एयरपोर्ट पर स्टेट हेलीकॉप्टर के क्रैश होने की दुखद सूचना मिली.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) May 12, 2022
इस दुखद हादसे में हमारे दोनों पायलट कैप्टन पंडा और कैप्टन श्रीवास्तव का दुखद निधन हो गया है।
इस दुःख की घड़ी में ईश्वर उनके परिवारजनों को संबल एवं दिवंगत आत्मा को शांति प्रदान करे।
ॐ शांति: