ট্যাব দুর্নীতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বঞ্চিতদের অবিলম্বে টাকা দেওয়ার নির্দেশ

ট্যাবের টাকা গায়েব নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের এই নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে তিনি যারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তাদের অবিলম্বে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের নাম ও অ্যাকাউন্ট ও নাম্বার হ্যাক করে এই ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্ক্লের মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই (মাধ্যমিক)। ডিআই শুভাশিস মিত্র জানিয়েছেন, চারটে স্কুলের নামে প্রতারিত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।