বিজেপিকে ঠেকাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডেও বিজেপির সরকার ফেলার চক্রান্তের বিরুদ্ধে একজোট হতে আজ, শুক্রবার শরিক দলগুলিকে বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচিতে সোরেনে বাসভবনে ইউপিএ-র শরিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবেন সোরেন। এই পরিস্থিতি কৌশল ঠিক করতে তাঁর এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এদিকে, নির্বাচন কমিশনের তরফে হেমন্তর বিধানসভা সদস্যপদ খারিজের প্রস্তাবটি এখনও খামবন্দিই রয়েছে রাজ্যপালের অফিসে। রাজ্যপাল রমেশ বৈশের কোর্টেই এখন বল। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এদিনই হেমন্তকে ডেকে পাঠাতে পারেন। যদিও শাসক জোটের তরফে জানানো হয়েছে, সরকার পতনের কোনও সম্ভাবনা নেই। শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইউপিএ-র শরিক দল। তাদের সঙ্গে রয়েছে কংগ্রেসও। জেএমএম নেতৃত্ব জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত হেমন্ত সোরেনই মুখ্যমন্ত্রী থাকবেন, এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। তারা এও জানিয়েছে, হেমন্তর বিধায়ক পদ খারিজ হলে দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। 

error: Content is protected !!