হিউম্যানিটিজে নোবেল অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তীর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

হিউম্যানিটিজ় ও সোশ্যাল সায়েন্সে সর্বোচ্চ সম্মান নরওয়ের হলবার্গ পুরস্কার পেতে চলেছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আর্টস ও হিউম্যানিটিজ়ের নোবেল বলে পরিচিত এই পুরস্কার। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই সম্মানে গর্বিত ও উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে অধ্যাপিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আন্তর্জাতিক স্তরে এই সর্বোচ্চ সম্মান পাওয়ার জন্য আমি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে শুভেচ্ছা জানাই। তিনি চলতি বছরের নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই পুরস্কার আর্টস ও হিউম্যানিটিজ়ের সর্বোচ্চ সম্মান নোবেল বলে পরিচিত। তাঁর এই সম্মান আমাদেরও গর্বিত করেছে।’

error: Content is protected !!