সিকিমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী

মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছেন ১৬ জন জওয়ান। আহত অন্তত ৪। উত্তর সিকিমে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত জওয়ানদের উদ্ধার করে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ আর্মি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। মর্মান্তিক দুর্ঘটনা’র কথা জানতে পেরেই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, উত্তর সিকিমের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৬ জন বীর জওয়ানের প্রয়াণের খবরে তিনি শোকাহত। লিখেছেন, ‘আন্তরিক সমবেদনা জানাই বীরদের পরিবারের সদস্যদের। ঈশ্বর এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিক তাঁদের’। আহত জওয়ানদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!