নভেম্বর মাসেই এইচএমপিভি ভাইরাসের হদিশ মিলেছিল কলকাতায়, এখন সুস্থ আক্রান্ত শিশু

 চিনে ছড়িয়ে পড়া যে ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে, সেই হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি আক্রান্ত রোগীর হদিশ দেড়মাস আগেই মিলেছিল কলকাতায় ৷ গত নভেম্বরের গোড়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু হাসপাতালে ভর্তি হয় ৷ সে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৷ গত ১২ নভেম্বর তার শারীরিক পরীক্ষার রিপোর্ট আসে ৷ সেখানে দেখা যায় যে শিশুটি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ৷ বেসরকারি হাসপাতালে ওই শিশুটি ভর্তি হয়েছিল চিকিৎসক সহেলী দাশগুপ্তর তত্ত্বাবধানে । তিনি জানান, পাঁচ মাস দু’দিনের ওই শিশুটি যাদবপুরের বাসিন্দা । তবে বাবা-মায়ের চাকরির সূত্রে বর্তমানে সে থাকে মুম্বইতে । নভেম্বরে কলকাতায় আসার পর সে অসুস্থ হয়ে পড়ে ৷ তার জ্বর ছিল ও পেট খারাপ হয়েছিল ৷ তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে ওর শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণও কমে যায় । তখন তাকে ব্রিদিং সাপোর্ট দেওয়া হয় ৷

error: Content is protected !!