চিনে কয়লার কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৫

চিনের শাংজি প্রদেশের একটি কয়লার কোম্পানিতে ভয়াবহ আগুনের জেরে ২৫ জনের মৃত্যু হল। চিনের শাংজি প্রদেশ প্রথম সারির কোল হাব। বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী ৬.১৫) শাংজি প্রদেশের ওই কয়লার কোম্পানিতে আগুন ধরে যায়। এরপর সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। শাংজি প্রদেশের ওই কয়লার খনিতে আগুনের জেরে তার মধ্যেই ঝলসে মৃত্যু হয় পরপর ২৫ জনের। সেই সঙ্গে ৫১ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

error: Content is protected !!