
আমেরিকার পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক চাপাল চিন
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার যার জেরে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এবার তাকে ঘিরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেল। বুধবার চিন, ভারত সহ অনেক দেশের উপরে রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। শুক্রবার চিনের অর্থমন্ত্রক জানায়, আমেরিকার সব পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। যা ১০ এপ্রিল থেকে লাগু হবে। ট্রাম্প আগেই চীনের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন। আগের ২০ শতাংশ মিলিয়ে চিনের উপর মোট ৫৪ শতাংশ শুল্ক চাপানো হয়। চীন এদিন আমেরিকার শুল্ক চাপানোকে আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী বলে জানিয়েছেন। চীনের এই পাল্টা শুল্ক চাপানোর ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তারা ভুল খেলছে। আতঙ্ক ছড়াচ্ছে। এমন কিছু করছে যেটা তারা বহন করতে পারবে না। ট্রাম্প ভারতের উপরও ২৬ শতাংশ শুল্ক চাপায়। ট্রাম্পের যুক্তি, যেসব দেশ আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক চাপায় তাদের প্রতি পাল্টা এই শুল্ক চাপানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে ঘোষণা করেন ট্রাম্প। একইসঙ্গে জানান ভারত ঠিক ব্যবহার করেনি। এরপরই এই শুল্ক চাপানোর কথা জানান।