গরুপাচার কাণ্ডে সিআইডি-র জালে এনামূল ঘনিষ্ঠ জেনারুল

 সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যে গরুপাচার কাণ্ডের তদন্তে নেমেছে ৷ এর সমান্তরালে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । সম্প্রতি বীরভূম এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের একাধিক কর্মীকে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্ত সেরেছে সিআইডি । গরুপাচারে নতুন করে সিআইডির তৎপরতা চোখে পড়ল । জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা গরুগুলি ফের কিনে সেগুলি নিলাম করে পাচার করত এক ব্যক্তি । শনিবার সন্ধেয় তাকে আটক করে সিআইডি ৷ আজ তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম জেনারুল । ভবানী ভবন সূত্রে খবর, সে মুর্শিদাবাদের জঙ্গিপুরে একজন ব্যবসায়ী এবং এনামুল হকের ঘনিষ্ঠ । গরুপাচার কাণ্ডে এবার তার নামও জড়াল ৷ এনামুল হকের এই ঘনিষ্ঠকে গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে আসবেন সিআইডির গোয়েন্দারা । এই জেনারুল নামে ব্যক্তির সঙ্গে আরও অনেকে যুক্ত বলে জানা গিয়েছে । গোয়েন্দাদের অনুমান, এই ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশের একাংশও এর সঙ্গে জড়িত ৷ সিআইডির অভিযোগ, রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে গরুগুলিকে আটক করে রাখা হত ৷ সেখান থেকে ফের চড়া দামে কেনা এবং নিলাম ডাকার প্রক্রিয়া চলত ৷ পরে গরুগুলি বাংলাদেশে পাচার হত ।

error: Content is protected !!