হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সিঙাড়া চুরি, তদন্তে নামলো সিআইডি

সিআইডির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেখান থেকেই যত রহস্যের শুরু। জানা গিয়েছে অনুষ্ঠানের পর হিমাচলের মুখ্যমন্ত্রীকে বাক্সে করে খেতে দেওয়া হয়েছিল সিঙাড়া। বাক্স খুলে দেখা গেল অবাক কাণ্ড। বাক্স আছে, অথচ তার মধ্যে সিঙাড়া নেই। এই ঘটনা গত ২১ অক্টোবরের। এরপরেই কার্যত তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে। সিআইডির সদর দপ্তর থেকেই সিঙাড়া উধাও হয়ে যায় কী করে? অভিযোগ, সিআইডি এই হারিয়ে যাওয়া সিঙাড়াগুলির জন্য তদন্ত শুরু করেছে। তবে সিআইডি আধিকারিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন, কোনও তদন্ত শুরু করা হয়নি। এটি সিআইডির অভ্যন্তরীণ বিষয়। হিমাচল প্রদেশ সিআইডির ডিরেক্টর সঞ্জীব রঞ্জন ওঝা জানিয়েছেন, এটি নিতান্তই একটি সাধারণ বিষয়। খাবারের বাক্সগুলি কোথায় গেল তা নিয়ে শুধু আলোচনা হয়েছিল। কোনওরকম তদন্ত হয়নি, শুধু বাক্সগুলির কী হল তা জানতে আবেদন করা হয়েছিল। জানা গিয়েছে, এই ঘটনায় পাঁচ পুলিশ আধিকারিককে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকার বিরোধী কাজের অভিযোগ উঠছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্যের কারণে সিঙাড়া খান না। সেক্ষেত্রে কেন তাঁকে সিঙাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর কাছে তো সিঙাড়া পৌঁছল না। তবে, সেগুলো গেল কোথায়? সূত্রের খবর, তিন প্যাকেট সিঙাড়া এবং কেকের বাক্স মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের কাছে দেওয়া হয়েছিল। তার মধ্যে আদৌ মুখ্যমন্ত্রীর প্যাকেটটি ছিল না তা এখনও জানায়নি সিআইডি।

error: Content is protected !!