এবার জাল ওষুধকাণ্ডের তদন্তে সিআইডি

নামী ওষুধ প্রস্তুতকারী কম্পানির ওষুধের কিউআর কোড জাল করে প্রতারণা। লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। জাল ওষুধকাণ্ডের জাল কতদূর ছড়িয়েছে, তা জানতে এবার তদন্তে নামছে সিআইডি। আদালতের নির্দেশে রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে তারা। জাল ওষুধ কারবারে কারা কারা যুক্ত? আর্থিক লেনদেন কীভাবে হয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে এই কাজে পারদর্শী এমন তদন্ত সংস্থার সাহায্য চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সেই আবেদন মঞ্জুর করেছে উলুবেড়িয়া এসিজেএম। সিআইডি-কে রাজ্য ড্রাস কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের ওষুধের কিউআর কোড জাল হয়। বিষয়টি নজরে আসার পর ওই ওষুধ কোম্পানি রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানায়। তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোল জানতে পারে, এই জাল ওষুধ বিহার থেকে বাংলায় ঢুকেছে। এবং হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থা বিভিন্ন জেলায় সেই ওষুধ সরবরাহ করে। আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ পাওয়া যায়।

error: Content is protected !!