সালানপুরে দুষ্কৃতীদের গুলি করে খুন সিআইএসএফ জওয়ান

গুলি করে খুন করা হল এক সিআইএসফ জওয়ানকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সালানপুর থানার ডোমদোহা এলাকায় ৷ মৃতের নাম সুনীল কুমার পাসওয়ান (৪৭)। তিনি বোকারোতে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে । তাঁর বাড়ি বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মিহিজাম বারুইপাড়ায় । বুধবার রাতে ওই জওয়ান ডোমদোহা এলাকায় নিজের জমিতে নির্মাণ কাজ দেখতে এসেছিলেন বলে স্থানীয় মানুষদের দাবি ৷ সেখানেই তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ । যদিও ঘটনাস্থল থেকে পুলিশ প্রচুর মদের গ্লাস ও বোতল উদ্ধার করেছে । পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরেই গুলি চলেছিল ৷ আর তাতেই খুন হন সিআইএসএফ জওয়ান সুনীল কুমার পাসওয়ান । জানা গিয়েছে, ঘটনার কিছু মুহূর্ত আগে সুনীলের সঙ্গী ছিলেন তাঁর বন্ধু পঙ্কজ শর্মা ৷ তিনি বলেন, “আমরা দু’জন দুটি মোটরসাইকেল নিয়ে আসছিলাম ৷ সুনীল আমার আগে যাচ্ছিল ৷ আমি পিছনে মোবাইলে হেডফোনে কথা বলছিলাম ৷ সুনীলের নতুন কেনা জমিতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা দেখতেই আমরা দু’জনে আসছিলাম ৷ হঠাৎ চিৎকার শুনতে পাই ৷ পরে শুনলাম সেখানে গুলি চলেছে ৷ এরপর আমি আমার বন্ধুর ফোনে ফোন করলেও সে ফোন তোলেনি । পরে আমি তাঁর পরিবারের লোকদের খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে সুনীল ৷ পুলিশ তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ।” অন্যদিকে, মৃতের ভাই অজিত পাসোয়ান বলেন, “আমি শুনলাম দাদাকে কেউ গুলি করেছে । সেই কথা শুনেই আমি এসে দেখি দাদা পড়ে আছে । এর বেশি আমি আর কিছু জানি না । আমার দাদা বোকারোতে সিআইএফ-এ কর্মরত ছিলেন । ছুটিতে এসেছিলেন । বৃহস্পতিবার ফের তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল ।” এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি জাভেদ হোসেন বলেন, “আমরা জানতে পারি, সালানপুরের ডোমদোহা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে । সেই মতো আমরা এসে তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাই ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে ওই ব্যক্তির পরিচয় জানতে পারি । তিনি সিআইএসএফের একজন হেড কনস্টেবল ছিলেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি হয়তো এখানে এসেছিলেন । পার্টিতে ছিলেন । যে স্থানে ঘটনাটি ঘটেছে সেখানে প্রচুর মদের গ্লাস এবং মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। সেই আসরেই এই কাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।”

error: Content is protected !!