আসতে হবে না থানায়, এখন থেকে হোয়টসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ

কোভিড ঠেকাতে কড়া বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। জানাল, অভিযোগ করতে আসতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে। 
কোভিড ঠেকাতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। কিন্তু পুলিশকর্মীদের সেই উপায় নেই। সেখানে হাজিরা কমানোর পথে হাঁটেনি কোনও রাজ্যেরই সরকার। নিজেরা আক্রান্ত হবেন জেনেও যোগ দিচ্ছেন কাজে। খেসারতও দিতে হচ্ছে তাঁদের। বহু থানায় একের পর এক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত কলকাতায় সাড়ে তিনশো পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। এর পরেই থানায় কিছুটা হলেও সাধারণ মানুষের যাতায়াত যাতে কমানো যায়, সেই নিয়েই পদক্ষেপ করল লালবাজার। কলকাতার সব থানায় নির্দেশিকা পাঠাল। জানাল, হোয়াটসঅ্যাপেই অভিযোগ গ্রহণ করতে হবে থানাগুলোকে। মানুষ ঘরে বসেই করবে অভিযোগ। শুধুমাত্র হোয়াটস্‌অ্যাপে লিখিতভাবেই নয়, ভয়েস মেসেজ, এমনকী ভিডিও কলের মাধ্যমে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী। লালবাজার ইতিমধ্যেই প্রত্যেক থানার কাছে মোবাইল ফোন পাঠিয়েছে। মোবাইল ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। এমনকী রাজ্য নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে গরিবদের হাতে যেন খাবার, রেশন, ওষুধ পৌঁছে দিতেও সাহায্য করে পুলিশ। 

error: Content is protected !!