
মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে নিহত ১
মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল, রবিবার রাতে জলঙ্গি সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফ গুলি চালায় বলে খবর। তাতেই মৃত্যু হয়েছে রানিনগরের ওই বাসিন্দার। সূত্রে খবর, বোমা-গুলির লড়াইয়ে এক জনের প্রাণ গিয়েছে। মৃতের নাম মমিনুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি জলঙ্গিতেই। সোমবার দেহটি জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।