বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় হাতাহাতি, দলীয় কার্যালয়ে ঝুলল তালা

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেলা সদর বারাসতের রাস্তায় হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। সেখানের সাংগঠনিক জেলা পার্টি অফিসে ঝুলল তালা। বুধবার সন্ধেয় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বারাসতের হরিহরতলায়। জানা গিয়েছে, পঞ্চায়েত নিবার্চনের পর বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্রকে পরিবর্তন করে তরুণকান্তি ঘোষকে পদে আনা হয়। এরপরই প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর জন্য বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগ উঠলে দলের অন্দরেই চাঞ্চল্য ছড়ায়। রাজ্য নেতৃত্বর কাছে বিষয়টি নিয়ে তদন্তেরও দাবি জানানো হয়। তারপর থেকেই প্রাক্তন এবং বর্তমান জেলা সভাপতি অনুগামীদের মধ্যে ছোটখাটো গন্ডগোল লেগেই ছিল। মঙ্গলবার রাতে সাংগঠনিক জেলার অন্তর্গত একাধিক মণ্ডলের সভাপতি পরিবর্তন করায় ক্ষোভ আরও বাড়ে। জানা গিয়েছে, অশোকনগরের চারটি মণ্ডল, বিধাননগর তিনটি মন্ডল, নিউটাউনের একটি, মধ্যমগ্রাম দুটি, হাবড়ার একটি, বারাসতের একটি সহ আরও কয়েকটি মন্ডলের সভাপতি পরিবর্তন প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পরবর্তীতে নবনির্বাচিত সভাপতিরা অন্যান্যদের জানালে ক্ষোভ দানা বাঁধে। এরপরই জেলার বিভিন্ন প্রান্তের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে বুধবার সন্ধেয় বারাসত হেলাবটতলার জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখাতে আসে। আগেভাগেই এই খবর জেনে জেলা সভাপতি দলীয় কার্যালয়ে ছিলেন না বলেই জানা গিয়েছে। কিন্তু জেলা মহিলা মোর্চার এদিন বৈঠক থাকায় তারা দলীয় কার্যালয় ছিল। উপস্থিত সেই নেত্রীদের কাছে বিক্ষুব্ধরা সভাপতি পরিবর্তনের কারণ জানতে চাইলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। দুপক্ষের এই গণ্ডগোলের রেশ এসে পরে রাস্তায়। এই নিয়ে উত্তেজনা বাড়লে প্রথমে বিজেপির মহিলা কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায়। তারপর বাকিরাও সংঘর্ষে জড়ালে এক কর্মী রক্ত ঝরে। খবর পেয়ে বারাসত থানার পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ততক্ষণে পার্টি অফিসে তালা মেরে দেয় বিক্ষুব্ধ গোষ্ঠী।

error: Content is protected !!
06:37