মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করল মুখ্যমন্ত্রী

বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও দমকল ৯৯ শতাংশ চেষ্টা করেছে। উদ্ধারকাজে সহযোগিতা করার  জন্য স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রাথমিকভাবে জানতে,  শ্বাসরোধ হওয়ায় কারণে এবং লাফিয়ে পড়ার কারণে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আরও তদন্ত চলছে।’ এর পরেই মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।

error: Content is protected !!