রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হবে ইংরেজি মাধ্যম স্কুল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে এক অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষায় যাতে ছাত্রছাত্রীদের আরও উন্নতি ঘটে সেই দিকে তাকিয়েই আজ নিলেন বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন, এবার থেকে রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হবে ইংরেজি মিডিয়াম স্কুল। রাজ্য সরকার তৈরি করবে এই ইংরেজি মিডিয়াম স্কুলগুলি। আর সরকারের তৈরি এই নতুন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে সব ধর্মের, সব সম্প্রদায়ের ছেলে, মেয়েরাই পড়তে পারবে। ধর্মীয় কোনও ভেদাভেদ থাকবে না। সবাই শিক্ষা লাভ করবে জীবনে আরও এগিয়ে যাবে। উন্নতি ঘটবে। এর মাধ্যমে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তাও দিলেন। শিক্ষাবিদদের মতে, এতে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। এতদিন সর্বভারতীয় ক্ষেত্রে ইংরেজি না জানার জন্যে পিছিয়ে যেত বাংলার ছেলেমেয়েরা। এবার আর তা হবে না। আর এতগুলো স্কুল তৈরির ফলে শিক্ষক নিয়োগের কাজেও গতি আসবে। শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের এবার স্কুলে চাকরির সুযোগ তৈরি হবে। প্রসঙ্গত, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী করেছেন অধ্যাপক ব্রাত্য বসুকে। ব্রাত্যবাবু এর আগেও একবার রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। এবার ক্ষমতায় ফিরেই শিক্ষা দপ্তরকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

error: Content is protected !!