স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে হোটেলে সৌরভ-ডোনা, একসঙ্গে সারলেন লাঞ্চ

স্পেনের রাজধানী মাদ্রিদে মমতা-মহারাজ। মমতার বিমান বুধবার ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ মাদ্রিদের মাটি স্পর্শ করে। মুখ্যমন্ত্রী এলেন কলকাতা থেকে দুবাই হয়ে। সৌরভ আসেন লন্ডন থেকে।  মাদ্রিদে সৌরভের সঙ্গে এসেছেন ডোনা ও সানা-ও। সপরিবার মহারাজকে লাঞ্চের নিমন্ত্রণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক মমতার। ওই বৈঠকে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

error: Content is protected !!