
পহেলগাঁওয়ে নিহতদের পরিবারদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, বিতানের বাবার জন্য পেনশন ফান্ড ঘোষণা মুখ্যমন্ত্রীর
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় রাজ্যের নিহতদের পর্যটকদের পরিবারের পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভূ-স্বর্গে জঙ্গি হামলায় মোট ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন রাজ্যের তিন ব্যক্তি। পহেলগাঁওয়ে বাংলার বাসিন্দার তিন নিহতদের প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পহেলগামে নিহত বিতান অধিকারী, সমীর গুহ এবং মণিশ রঞ্জনদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানালেন মমতা। বিতানকে দেওয়া রাজ্য সরকারের ক্ষতিপূরণের অর্ধেক টাকা পাবেন তার বাবা ও মা। বাকি অর্ধেক পাবেন তাঁর স্ত্রী সোহিনী অধিকারী। এককালীন ক্ষতিপূরণের পাশাপাশি বিতানে অধিকারীর মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড দেওয়ার কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। পেনশন ফান্ডের মাধ্যমে বিতানের বাবা মাসিক ১০ হাজার টাকা পাবেন।