হাসপাতালে দালাল পেলেই ধরবেন, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে দালালচক্র নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দালালচক্র নিয়ে সরব হন। তিনি বলেন, হাসপাতালে দালাল পেলেই ধরবেন। মুখ্যমন্ত্রী আরও জানান এই বিষয়ে স্বাস্থ্য দফতর আরও নজরদারি চালাবে। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রশ্নের জবাব দেন। এদিন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল সরকারি হাসপাতালে দালাল রাজ নিয়ে প্রশ্ন করেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হাসপাতালের আয়া ও দালাল চক্র নিয়ে প্রশ্ন করেন বিধায়ক। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি বিধায়ক জেনুইন প্রশ্ন করেছেন। এটা বাস্তব সমস্যা। আগে পিজি হাসপাতালেও সমস্যা ছিল। একটা ডেটা ব্যাঙ্ক তৈরি করুন। যাতে কোন হাসপাতালে কী হচ্ছে সেটা জানা যায়। আয়া অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তবে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। দালাল চক্র পেলেই ধরবেন। আমি সমর্থন করি না। হেলথ ডিপার্টমেন্ট মণিটর করুন।’

error: Content is protected !!