রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। মুখ্যসচিবের সঙ্গে সেই সব দাবি মেনে নেওয়া হয়েছিল। এবার মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রমুখ আধিকারিকরা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ভারচুয়াল বৈঠকে অংশ নেবেন।