পাহাড়ে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী, এবার বানালেন মোমো

বৃহস্পতিবার পাহাড়ে আবারও চেনা ছন্দে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সকালে জলাপাহাড় ও ম্যাল পার্শ্ববর্তী গ্রামে  হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আর ঘুরতে বেরিয়ে একটি ছোট দোকানে ঢুকে নিজে হাতে বানিয়ে ফেললেন মোমো । এর পাশাপাশি দোকানের এক বৃদ্ধা ও তাঁর পরিবারের সঙ্গে জমিয়ে গল্প করতেও দেখা গেল মমতাকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দোকানে পেয়ে খুশি হয়ে যায় ওই পরিবারটিও ।এরপর সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশে থাকা একটি ছোট ফুলের দোকান থেকে অর্কিডও কেনেন তিনি । রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটলেন। ছবি তুললেন মোবাইলের ক্যামেরায়। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের। ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে মোমোও বানালেন মুখ্যমন্ত্রী। এর আগে দিনও তিনি বানিয়েছিলেন ফুচকা এবং ছোটদের মধ্যে বিলি করেছিলেন চকোলেটও। আজ দুপুরেই পাহাড় সফর শেষ করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

error: Content is protected !!