
‘গণতন্ত্রের উপহাস! আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই’, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার বিরোধী দলনেতা সহ ৩৩ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে বিরোধী দলের সাংসদদের লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনাকে আদতে ‘গণতন্ত্রের উপহাস’ বলে কড়া ভাষায় ব্যাখ্য়া করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন নয় যে, প্রত্যেককে সাসপেন্ড করতে হবে। ওরা যদি মনে হাউস সবার উপরে, তাহলে ভয় কীসের? যদি সব সদস্যকে সাসপেন্ড করে দেয়, তাহলে তাঁরা কীভাবে আওয়াজ তুলবে? তিনটে বিল পাস করাতে চাইছে। গণতন্ত্রে একটা পদ্ধতি আছে। জনগণের হয়ে কে কথা বলবে? জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। পুরো হাউসটাকে আগে সাসপেন্ড করে দিক। হাউস চালানোর কোনও নৈতিক অধিকারই নেই.. রঙ্গব্যঙ্গ করবে’। ব্যবধান ৪ দিনের। শীতকালীন অধিবেশনে বহিষ্কার করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল ১৫ জন সাংসদকে।