সেনার অনুমতি মেলেনি, মঞ্চ না বেঁধে একাই ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়াই গান্ধিমূর্তির পাদদেশে ধর্না শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও-এর নিদান কিংবা সংখ্যালঘু ভোট ভাগ না হওয়া নিয়ে মন্তব্য। এই দুটি বিষয় নিয়ে কমিশনের শোকজের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জবাব দিলেও সন্তুষ্ট না হয়ে গত সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় আগামী ২৪ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ রাত আটটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যার বিরুদ্ধেই গর্জে উঠে আজ গান্ধিমূর্তির পাদদেশে ধর্নার ডাক দেন মমতা। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯.৪০ নাগাদ সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়ে ইমেল করা হয়। কিন্তু সেনাবাহিনীর তরফে এখনও পর্যন্ত ওই জায়গায় ধর্নার অনুমতি দেওয়া হয়নি বলে সূত্রের খবর। সেনা মুখপাত্র জানিয়েছেন, এত দ্রুত অনুমতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন। ফলে ধর্না নিয়ে একটি জটিলতা তৈরি হল বলেই মনে করা হচ্ছে। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত মমতা ধর্নায় বসার অনুমতি পাননি বলে জানা গিয়েছে।

ধর্নার পর, আজ রাত আটটায় বারাসত ও বিধাননগরে জোড়া সভা রয়েছে মমতার। সময়ের অভাবে বাতিল করা হয়েছে নদিয়ার কর্মসূচী। 

error: Content is protected !!