
মৃত স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, দোষীদের কড়া শাস্তির আশ্বাস
মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট কথা বলেন।সমস্ত ঘটনা জানতে চান। এরপরেই দ্রুত তদন্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দেন স্বপ্নদীপের পরিবারকে। মৃত্যুর আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল স্বপ্নদীপের। সে ভীত, তাঁকে বাঁচাতে বলে স্বপ্নদীপ। মায়ের সঙ্গে কি কথা হয়েছিল সবটাই মুখ্যমন্ত্রী শোনেন। মুখ্যমন্ত্রীর কাছে খুনের অভিযোগ তোলেন স্বপ্নদীপের বাবা। অভিযোগের আঙ্গুল তোলেন ‘র্যাগিং’ এর বিরুদ্ধে। এরপরেই দ্রুত তদন্তের ও দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোন দুর্ঘটনা দেখেছেন তিনি নিজে ফোন করে পরিস্থিতির খবর নেন। পাশে থাকার আশ্বাস দেন। কখনও ঘটনাস্থলে পৌঁছে যান। এবারও তার অন্যথা হয়নি। স্বপ্নদীপ মৃত্যুকাণ্ড ছাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সন্তানহারা হয়েছে স্বপ্নদীপের মা-বাবা। সময় গড়াতেই মানুষ ভুলতে বসবে এই ঘটনা। শুধু পরিবার মনে রাখবে। এই পরিস্থিতিতে অসহায় স্বপ্নদীপের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। অপরাধের ন্যায়বিচার হবেই কথা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।