আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ থেকে ২দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুণ্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টে নাগাদ বিরসা মুন্ডা জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন রাতে ঝাড়গ্রামে থাকার কথা তাঁর। আগামীকাল অর্থাৎ বুধবার দুপুরেই ঝাড়গ্রাম হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে কলকাতায় পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে  বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়াকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে রাজনৈতিক ও প্রশাসনিক দু’ দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও রাখতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন কিছু ঘোষণা ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী করতে পারেন বলেই মনে করছে প্রশাসনিক মহল।

error: Content is protected !!