মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট মমতার

একুশের বিধানসভায় ঐতিহাসিক জয়। সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই একের পর এক নির্বাচনে বয়ে চলেছে সবুজ ঝড়। রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনে সেই ঝড় হয়ে গেল সুনামি। মা-মাটি-মানুষের জন্য আন্তরিক শ্রদ্ধা ৷ পৌরসভা নির্বাচনে জনাদেশ তৃণমূলের দিকে যাওয়ায় এভাবেই কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই জয় তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে মন্তব্য করেন তিনি ৷ তৃণমূলের সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে টুইটে মমতা লেখেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা।আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। এই জয় আমাদের আরও নম্র করে তুলুক। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’

error: Content is protected !!